ময়ূর সাদিক খান খোলার লেটার

আপনি যদি ESOL সম্পর্কে চিন্তা করেন তবে আপনার স্বাক্ষর যুক্ত করুন!

প্রিয় মেয়র খ,

আমরা লণ্ডনবাসী ESOL কে আমাদের নগরে গুরুত্তপূর্ণ মনে করি । আমরা এটাকে আরো এগিয়ে নিতে আপনার সাহায্য কামনা করি ।  

ESOL হলো নিরপেক্ষ ও সাম্যের লণ্ডনের অন্যতম ভিত্তি । এটা বন্ধুত্ব গড়ার মাধ্যমে এবং লণ্ডনের জীবন সম্পর্কে জানা মাধ্যমে অভিবাসীদের জীবনকে এখানে সহজ করে তুলে এটা মানুষকে কাজ বা প্রশিক্ষনে প্রবেশাধিকার এবং নগরের সামাজিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহনে সহায়তা করে।এটা জানাকে নিয়মের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে কিভাবে সেটাকে চ্যালেজ্ঞ ও পরিবর্তন করা যায় তা শেখায়  

আমরা জানি, আপনি ESOL কে অনেক গুরুত্ত দিয়ে থাকেন২০১৬ সালে Copper Box এ  London Citizens Assembly এর সময় আমরা আপনার বক্তব্য থেকে জেনেছি আমরা এটা ও জানি যে, বয়স্ক শিক্ষার জন্যESOL এর বোর্ড তহবিল পাওয়া খুবই কঠি, যেটা ২০০৯ সালের ২০০ মিলিয়ন পাউন্ড থেকে বর্তমানে ১০০ মিলিয়ন পাউন্ড এ নেমে এসেছেআমরা ESOL এর প্রোফাইল বাড়ানোর জন্য আপনার সাথে কাজ করতে চাইজনসেবায় এটা অত্যন্ত গুরুত্তপূর্ন এবং এজন্য যথাযথ তহবিল প্রয়ো, অন্তত ২০০৯ এর সমপরিমান । একইসাথে কয়েক ডজনESOL সেবা প্রদানকারী এবং সংগঠন জাতীয়ভাবে প্রচারণা চালাচ্ছি একটাESOL কৌশল প্রনয়ন এবং তহবিল বৃদ্ধির জন্য এবং লন্ডনে আপনিই আমাদেরকে সাহায্য করতে পারেন।লন্ডনে বসবাসরত অভিবাসীরা একটা উপযুক্ত ক্লাস পাওয়াব জন্য কষ্ট করতে হয় । অধিকাং ESOL শিক্ষণার্থী কদাচিত তাদের ক্লাস পান, তারা বিকল্প ESOL প্রদানকরী সম্পর্কে তথ্য পান না এবং এজন্য তাদের অপেক্ষা করতে হয় বাESOL প্রদানকরী তাদের বাদ দেন । যার জন্য দেখা যায় কিছু কেন্দ্রে অপেক্ষামান তালিকা অনেক লম্বা আবার অন্য কেন্দ্র তাদের ক্লাস পূর্ণ করার জন্য হিমশিম খেতে হ, যা হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার ।

 

শিক্ষণার্থীদেরকে মূখের কথার উপর নির্ভর করতে হয়যার কারণে শিক্ষার প্রবেশাধিকারে বিলম্ব হয়।  যে সকল মায়ের ছোট বাচ্ছা রয়েছে তারা চাইল্ড কেয়ার ব্যতিত ক্লাসে প্রবেশ করতে পারেন না । আবার কিছু শিক্ষণার্থী তাদের অভিবাসী মর্যাদার কারণে যোগ্যতা সংক্রান্ত বিধিনিষেধের জন্য বাদ পড এ সকল প্রতিবন্ধকতার কারণে ইংরেজী ভাষা শিক্ষণার্থীরা নগরের আর্থসামাজিক জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহন করতে পারেন না । যার কারণ হচ্ছে লন্ডনে ESOL ক্লাস সম্পর্কে কেন্দ্রীয় এবং হালনাগাদ তথ্যের অভাব। 

আমরা শতাধীক ESOL প্রদানকরী এবং শিক্ষণার্থীদের কাছ থেকে শুনে  ESOL শিক্ষণার্থী এবং যারা তাদের ক্লাস পেতে সহায়তা করেন তাদের জন্য একটি ওয়েবসাইটের অভাব চিহ্নিত করেছ এ ওয়েবসাইটে সকল প্রংয়াজনীয় তথ্যাদি সন্নিবেশিত থাকতে হবসেগুলো হচ্ছে কোর্সের খরচ, চাইল্ড কেয়ারস্থান , দিন ও সময, পর্যায ,সার্টিফিকেট এবং অভিবাসীদের বিধিনিষেধ সংক্রান্ত তথ্য। এটা কার্যোপযোগী রাখার জন্য নিয়মিত হালনাগাদ এবং এটার প্রাথমিক স্থাপন ব্যয় ও কর্মী নিয়োগ প্রয়োজ 

এটার প্রকৃষ্ট মডেল হচ্ছে Yorkshire এর ওয়েবসাই Learningenglish.org.u Yorkshire যদি   পারে আমরা লন্ডনে কেন পারব না।  

 

লন্ডনের জন্য আপনি যা করছেন তার জন্য ধন্যবাদ । আমরা আপনার নিকট থেকে শুনার অপেক্ষায়।   

Sign Letter

983 signatures

Share this with your friends: